আজ বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কেন্দ্রীয় সরকারি সংস্থায় স্টাইপেন্ড-সহ ইন্টার্নশিপ করার সুযোগ, কী ভাবে করবেন রেজিস্ট্রেশন

admin
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৪, ০৬:০০ অপরাহ্ণ
কেন্দ্রীয় সরকারি সংস্থায় স্টাইপেন্ড-সহ ইন্টার্নশিপ করার সুযোগ, কী ভাবে করবেন রেজিস্ট্রেশন

Sharing is caring!

ডেস্ক রিপোর্ট : কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিংয়ের মাধ্যমে কেন্দ্রীয় সরকারি বিভিন্ন সংস্থা (C-DAC, CERT-IN, CMET, ERNET, NIELET) পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য ইন্টার্নশিপের সুযোগ আছে। কোর্সের মেয়াদ ৬ মাস। তফশিলি, মহিলা ও আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীরা আবেদনের যোগ্য। স্টাইপেন্ড মিলবে মাসে ১০ হাজার টাকা।

যে সব প্রযুক্তিগত ক্ষেত্রে ইন্টার্নিশিপের সুযোগ আছে তা হল এআই, এমএল, বিডিএ, মেশিন ভিশন, আরপিএ, এআর/ভিআর, ব্লক চেইন, সিপিইউ ডিজাইন, ওয়্যারলেস নেটওয়ার্কস, আইওটি, এজ কম্পিউটিং অ্যান্ড ক্লাউড কম্পিউটিং, সাইবার সিক্যুরিটি অ্যান্ড সাইবার ফরেনসিক, হেলথ ইনফরমেটিক্স, সফটওয়্যার ডিফাইন্ড রেডিও, সিলিকন ফটোনিক্স, স্মার্ট সিটি, কোয়ান্টাম কম্পিউটিং, মেটিরিয়ালস ইলেকট্রনিক প্যাকেজিং, ব্যাটারি, অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং, রিনিউয়েবল এনার্জি।

তিন বছরের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে বিই/বিটেক/এমসিএ/এমএসসি পাশ করতে হবে। চূড়ান্ত বর্ষের পড়ুয়ারাও আবেদন করতে পারেন। শূন্যপদ ৭৭০। ৩০ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট https://wblp.in/wbl-Opportunities বা https://internship.aicte-india.org/ernet.php- এর মাধ্যমে। বিশদ তথ্যের জন্য নজর রাখুন অফিশিয়াল ওয়েবসাইটের দিকে।

Sharing is caring!