আজ সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

যে কারণে অভিনয়ে ফিরতে পারছেন না পূর্ণিমা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ণ
যে কারণে অভিনয়ে ফিরতে পারছেন না পূর্ণিমা

Sharing is caring!

ডেস্ক রিপোর্ট : অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা অনেক দিন ধরেই সিনেমা থেকে দূরে আছেন। একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ওটিটি প্ল্যাটফর্মে কাজ করলেও সিনেমা থেকেও অনেকটা হারিয়ে গেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিয়মিত নিজেকে সেই চিরচেনা ও লাস্যময়ী রূপে দেখা গেলেও সিনেমাপ্রেমী দর্শকরা চান তাকে বড়পর্দায় দেখতে। অভিনয় থেকে দূরে থাকা প্রসঙ্গে উঠতেই নানা আক্ষেপ ও ক্ষোভের কথা জানান অভিনেত্রী। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে পূর্ণিমা বলেন, ‘ভালো গল্প আর মানসম্মত চরিত্র পেলে এখনো কাজ করতে রাজি।’ ঢালিউড ইন্ডাস্ট্রির সার্বিক পরিস্থিতি অনুধাবনে আক্ষেপ প্রকাশ করেন অভিনেত্রী। যদিও ওটিটি প্ল্যাটফর্মে কাজের আগ্রহ থাকলেও সিন্ডিকেট বড় বাধা হয় দাঁড়িয়ে আছে। এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে পূর্ণিমা বলেন, ওটিটিতে কাজ করতে চাই। তবে সেখানে একটা বড় সিন্ডিকেট কাজ করে। তিনি বলেন, বাইরের কাউকে সহজে জায়গা দেয় না। যারা ওই দলে আছে, তারাই সবসময় সুযোগ পায়। অথচ অনেক মেধাবী শিল্পী আছেন, যারা ভালো কাজ করতে পারেন, তাদের সেই সুযোগ দেওয়া উচিত। কিন্তু তা করা হয় না। তবে আশাবাদী তিনি। অভিনেত্রী বলেন, আমার বিশ্বাস, প্রাপ্য সম্মান আর শক্তিশালী গল্প পেলে তিনি আবার অভিনয়ে নতুন উদ্যম খুঁজে পাবেন। তিনি বলেন, ‘মহানগর’, ‘কারাগার’ ও ‘গোলাম মামুন’-এর মতো কাজ তার ভালো লেগেছে। এ ধরনের গল্পে সুযোগ পেলে অভিনয়ে নতুন করে প্রাণ ফিরে পেতাম বলে জানান পূর্ণিমা।

Sharing is caring!