আজ সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা জিইয়ে রাখল বাংলাদেশ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৭:২৩ অপরাহ্ণ
আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা জিইয়ে রাখল বাংলাদেশ

Sharing is caring!

ডেস্ক রিপোর্ট : রোমাঞ্চের সব উপাদান ছড়িয়েছে মাঠে। কখনও বাংলাদেশের দিকে, কখনও আফগানিস্তানের দিকে হেলে গেছে জয়ের পাল্লা। শেষ পর্যন্ত দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ে ৮ রানের জয়ে মাঠ ছাড়ে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। সেই সঙ্গে সুপার ফোরে খেলার আশা টিকিয়ে রাখল টাইগাররা।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তারা তোলে ১৫৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন তানজিদ তামিম। সাইফ হাসান (৩০), তাওহীদ হৃদয় (২৬) এবং শেষ দিকে নুরুল হাসান সোহান (১২*) ও জাকের আলি (১২*) ছোট কিন্তু কার্যকর অবদান রাখেন। জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান ২০ ওভারে অলআউট হয় ১৪৬ রানে। শুরুতেই নাসুম আহমেদের সাফল্যে ম্যাচের মোড় ঘুরে যায়। বাঁহাতি এই স্পিনার ইনিংসের প্রথম বলেই ফেরান সেদিকউল্লাহ আটালকে। পরে ইব্রাহিম জাদরানকেও (৫) সাজঘরে পাঠান তিনি। রাহমানউল্লাহ গুরবাজ (৩৫) ও আজমাতউল্লাহ ওমরজাই (৩০) কিছুটা প্রতিরোধ গড়লেও মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভরাডুবি হয় আফগানদের। শেষ দিকে অধিনায়ক রশিদ খান ঝোড়ো ব্যাটিংয়ে ২০ রান করলেও জয়ের কাছাকাছি যেতে পারেনি দলটি।বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ নেন সর্বোচ্চ তিন উইকেট। নাসুম, রিশাদ ও তাসকিন তুলে নেন দুটি করে উইকেট। পুরো ম্যাচে বাংলাদেশ ফিল্ডিংয়েও ছিল শার্প, বিশেষ করে তাসকিনের গুরুত্বপূর্ণ ক্যাচে ভর করে শেষ আশাটুকু হারায় আফগানিস্তান।এই জয়ের মধ্য দিয়ে ইতিহাসও গড়ল বাংলাদেশ। দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে এটিই টাইগারদের প্রথম টি-টোয়েন্টি জয়। এখন সুপার ফোরে জায়গা করে নিতে লিটনদের তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ফলাফলের দিকে।

Sharing is caring!