Sharing is caring!
গাউসুল আজম, বড় পীর হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর ওফাত দিবস তথা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ মঙ্গলবার। বিশ্বের মুসলিম দেশগুলোর মতো বাংলাদেশেও যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালিত হয়।
প্রতিবছর রবিউস সানির এগারো তারিখ বা মাসিকভাবে ইসলামী ক্যালেন্ডারের প্রতি মাসের এগারো রবিউস সানী দিবসটি উদ্যাপন করা হয়ে থাকে। ‘ইয়াজদাহম’ ফার্সি শব্দ, যার অর্থ এগারো। ফাতিহা-ই-ইয়াজদাহম বলতে এগারো-এর ফাতিহা শরিফকে বোঝায়।
এ উপলক্ষে ইসলামী ফাউন্ডেশন দিবসটির তাৎপর্য তুলে ধরে বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দিবসটি পালনে এক আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ অংশ নেবেন।
উল্লেখ্য, আবদুল কাদির জিলানীকে দক্ষিণ এশিয়ায় সুফিবাদের প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি গাউসে আজম দস্তগীর হিসেবে পরিচিত। হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি মৃত্যুবরণ করেন তিনি।
Sharing is caring!