আজ সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

গত বছর ১২ লাখ স্বাস্থ্য পর্যটক ইরান ভ্রমণ করেছেন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৭:৪১ অপরাহ্ণ
গত বছর ১২ লাখ স্বাস্থ্য পর্যটক ইরান ভ্রমণ করেছেন

Sharing is caring!

ডেস্ক রিপোর্ট : ইরানি একজন কর্মকর্তা বলেছেন, দেশটির চিকিৎসা পর্যটনে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। গত বছর ১২ লাখ পর্যটক ইরানের হাসপাতালগুলোতে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা নিয়েছেন।ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন মন্ত্রণালয়ের বিদেশি পর্যটন বিপণন ও উন্নয়ন কার্যালয়ের মহাপরিচালক মুসলিম সুজাই রোববার বলেন, “স্বাস্থ্য, চিকিৎসা বা থেরাপিউটিক পর্যটন হলো সেই মূল প্রতিযোগিতামূলক সুবিধাগুলোর মধ্যে অন্যতম যা দেশের পর্যটনকে অন্যদের চেয়ে এগিয়ে রেখেছে। তীর্থযাত্রা এবং ঐতিহাসিক-সাংস্কৃতিক পর্যটনের পাশাপাশি, এই ক্ষেত্রটি আমাদের তিনটি প্রধান পর্যটন ক্ষেত্রের মধ্যে অন্যতম, যেখানে আমরা বিশ্বের অনেক দেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।”তিনি বলেন, “গত বছর আমরা ৭৪ লাখ পর্যটককে স্বাগত জানিয়েছি, যাদের মধ্যে ১২ লাখ ছিলেন স্বাস্থ্য পর্যটক।” এই স্বাস্থ্য পর্যটকরা ইরানে বিভিন্ন চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। তিনি আরও বলেন, চুল প্রতিস্থাপন, কসমেটিক সার্জারি, অঙ্গ প্রতিস্থাপন এবং বন্ধ্যাত্বের চিকিৎসার মতো সেবাগুলো বিদেশি পর্যটকদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল।সুজাই জানান, “মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশন (এমটিএ)-এর মতো নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী, বিশ্বব্যাপী চিকিৎসা পর্যটন বাজারের মূল্য প্রায় ৪৭ বিলিয়ন ডলার। প্রতিটি স্বাস্থ্য পর্যটক গড়ে ২,৫০০ থেকে ৩,০০০ ডলার ব্যয় করেন। বিশ্বব্যাপী বাজারের আকার ১৮ থেকে ২০ মিলিয়ন রোগী বলে অনুমান করা হয়।”তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতি সত্ত্বেও ইরানের অংশ খারাপ নয়, যদিও কোভিড-১৯ মহামারীর আগে এবং ২০১৯ সালে পরিস্থিতি আরও ভালো ছিল।”এদিকে, তিনি বলেন, ইসরায়েলি শাসন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে বিনা প্ররোচনায় শুরু করা ১২ দিনের যুদ্ধ স্বাস্থ্য পর্যটন এবং ইরানে রোগীদের ভ্রমণেও প্রভাব ফেলেছে।

Sharing is caring!