আজ শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মানুষের জন্য আল্লাহর উপদেশ এবং সতর্কবাণী

admin
প্রকাশিত মার্চ ১২, ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ণ
মানুষের জন্য আল্লাহর উপদেশ এবং সতর্কবাণী

Sharing is caring!

ডেস্ক রিপোর্ট : পবিত্র কোরআনে মহান আল্লাহতায়ালা বলেছেন, আল্লাহর ভয়ে ভীত হওয়ার ব্যাপারে। সুরা মুমিনুন এর ৫৭ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, (তারাই কল্যাণের পথে অগ্রগামী) যারা তাদের প্রতিপালকের ভয়ে ভীত। এছাড়া একই সুরার ৬২ নম্বর আয়াতে বলা আছে, আমি কাউকে তার সাধ্যাতীত দায়িত্ব অর্পণ করি না। আমার কাছে আছে এক কিতাব যা সত্য ব্যক্ত করে এবং তাদের ওপর জুলুম করা হবে না। কোরআনের বাণী উপেক্ষা না করার বিষয়েও উল্লেখ রয়েছে। ইরশাদ হয়েছে, আমার আয়াত তোমাদের কাছে তিলাওয়াত করা হতো, কিন্তু তোমরা পেছন থেকে সরে পড়তে; দম্ভভরে এই বিষয়ে অর্থহীন গল্প-গুজব করতে। (সুরা : মুমিনুন, আয়াত : ৬৭) আরো ইরশাদ হয়েছে, নাকি তারা (বিপথগামীরা) তাদের রাসুলকে চেনে না বলে তাঁকে অস্বীকার করে? (সুরা : মুমিনুন, আয়াত : ৬৯) একই সুরার ৭১ নম্বর আয়াতে বলা হয়েছে, সত্য যদি তাদের কামনা-বাসনার অনুগামী হতো, তবে বিশৃঙ্খল হয়ে পড়ত আকাশমণ্ডলী, পৃথিবী ও তাদের মধ্যবর্তী সব কিছু; বরং আমি তাদের দিয়েছি উপদেশ। কিন্তু তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়।

Sharing is caring!