শর্করা, আমিষ কিংবা চর্বি
শর্করার মধ্যে ননস্টার্চ শর্করা কিংবা তন্তুজাতীয় শর্করা গ্রহণে কোনো সমস্যা নেই। ডায়াবেটিস রোগী অবশ্যই আমিষ ও চর্বিজাতীয় খাবার গ্রহণ করবেন। তবে সম্পৃক্ত চর্বি গ্রহণে সাবধান হতে হবে। যেসব চর্বি কম তাপমাত্রায় জমে যায়, সেগুলো গ্রহণে সাবধান হতে হবে। গরু কিংবা খাসির মাংসের চর্বি, ডালডা, নারকেল তেল ইত্যাদি এ পর্যায়ে পড়ে। মাছ, চামড়াবিহীন মুরগির মাংস, ননি তোলা লো-ফ্যাট দুধ, টক দই, পনির, বাদাম ইত্যাদি খেতে আপত্তি নেই।