Sharing is caring!
ডেস্ক রিপোর্ট : গোল্ডেন গ্লোবসের আসর থেকেই গুঞ্জন রটেছিল, বাগদান সেরেছেন স্পাইডারম্যান খ্যাত টম হল্যান্ড ও জেন্ডায়া। এ গুঞ্জন চাউর হওয়ার পেছনের কারণ জেন্ডায়ার আংটি। রেড কার্পেটে জেন্ডায়া যখন ফটোগ্রাফারদের সামনে পোজ দিচ্ছিলেন, সেখানে সব ছাপিয়ে দৃষ্টি কাড়ে তার মূল্যবান আংটি। ৪৮ ক্যারেট হীরার ওই আংটির দাম ২ লাখ মার্কিন ডলার। এরপরই অভিনেত্রীর বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও টম বা জেন্ডায়া আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে সংবাদমাধ্যম টিএমজেড নিশ্চিত করেছে, কিছুদিন আগেই বাগদান হয়েছে তাদের। কয়েক বছর ধরেই প্রেমের স¤পর্কে রয়েছেন টম হল্যান্ড ও জেন্ডায়া। নিজেদের স¤পর্ক নিয়ে কখনো লুকোছাপা করেননি তারা। একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যান। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ঘুরতে যাওয়ার ছবি। স¤পর্কের নানা বিষয় নিয়েও অকপট তাঁরা সব সময়। তবে তারা বাগদানের খবরটি এখনো প্রকাশ্যে আনেননি।
Sharing is caring!