Sharing is caring!
ডেস্ক রিপোর্ট : পশ্চিমবঙ্গে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য শিক্ষার মান উন্নয়নে এক বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। এই প্রথমবার রাজ্যে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য নির্দিষ্ট শিক্ষকের পদ সৃষ্টি করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ধরনের শিক্ষককে বলা হবে ‘স্পেশাল এডুকেটর’।
জানা গিয়েছে, উচ্চ প্রাথমিক এবং নবম-দশম পর্যায়ে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। তবে এই নিয়োগের জন্য থাকবে কিছু বিশেষ শর্ত। সাধারণ বিএড প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন না। কেবলমাত্র রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত স্পেশাল এডুকেশনে বিএড করা প্রার্থীরাই যোগ্য বলে বিবেচিত হবেন।
সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজ্যের বিভিন্ন স্কুলে এই মুহূর্তে স্পেশাল এডুকেটরের প্রায় আড়াই হাজার পদ ফাঁকা রয়েছে। বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের আরও বেশি সহায়তা দিতে, এই শিক্ষকদের একাধিক স্কুলে পাঠানোর ব্যবস্থাও রাখা হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, গত জুন মাসে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল যে, প্রাথমিক স্কুলগুলিতে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য তিন মাসের মধ্যে স্পেশাল এডুকেটরের পদ সৃষ্টি করতে হবে। বিচারপতি রাজাশেখর মান্থার সেই রায়ের পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকার এই পদক্ষেপ নিতে চলেছে।
এতদিন রাজ্যে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য পৃথক শিক্ষক নিয়োগের কোনো ব্যবস্থা ছিল না। এর ফলে শিক্ষার ক্ষেত্রে এই পড়ুয়ারা নানা সমস্যার সম্মুখীন হতেন। বিশেষত, যোগ্য শিক্ষকের অভাবে তাদের শিক্ষার মান বাধাপ্রাপ্ত হতো। এবার এই উদ্যোগের মাধ্যমে সেই সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
Sharing is caring!