আজ বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কেন্দ্রীয় শহীদ মিনারে স্বরচিত কবিতাপাঠ প্রতিযোগিতা ১২ ডিসেম্বর

admin
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ণ
কেন্দ্রীয় শহীদ মিনারে স্বরচিত কবিতাপাঠ প্রতিযোগিতা ১২ ডিসেম্বর

Sharing is caring!

ডেস্ক রিপোর্ট : রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় বাংলাদেশ স্বরচিত কবিতাপাঠ প্রতিযোগিতা। আগামী ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই আয়োজন, সেখানে কবিতা প্রেমীদের জন্য থাকছে এক অনন্য সুযোগ। এন্টিভাইরাস প্রকাশনী ও ঢাকা স্ল্যাম-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার আয়োজক হিসেবে রয়েছেন অধ্যাপক ড. তানভীর রাতুল এবং অনন্ত উজ্জ্বল।

প্রতিযোগিতার বিজয়ীদের জন্য ঘোষণা করা হয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে থাকছে ট্রফি ও পাঁচ হাজার টাকা। দ্বিতীয় পুরস্কার বিজয়ী পাবেন সনদপত্র ও তিন হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার বিজয়ী পাবেন সনদপত্র ও দুই হাজার টাকা। এছাড়াও, চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী সকল প্রতিযোগী পাবেন সনদপত্র।

প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন যে কোনো কবি, বয়স, বর্ণ, ধর্ম ও লিঙ্গ নির্বিশেষে। তবে শিশু-কিশোররা অংশগ্রহণ করতে পারবেন না। প্রতিযোগীরা সর্বোচ্চ তিন মিনিট সময় পাবেন স্বরচিত কবিতা পাঠের জন্য। বিচারক প্যানেল গঠিত হবে উপস্থিত দর্শকদের মধ্য থেকে লটারির মাধ্যমে বাছাই করা ৫ থেকে ১০ জন ব্যক্তির দ্বারা। বিচারকেরা ‘কাব্যকলা’ এবং ‘পাঠশৈলী’ দুটি বিষয়ের উপর ভিত্তি করে প্রতিযোগীদের ১ থেকে ৫ পর্যন্ত নম্বর প্রদান করবেন। সর্বোচ্চ বা গড় নম্বরপ্রাপ্ত কবিকেই বিজয়ী ঘোষণা করা হবে।

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী কবিদের প্রতি আহ্বান জানানো হয়েছে। নিবন্ধন নিশ্চিত করতে আয়োজকদের পেইজে সরাসরি নাম ও ফোন নম্বর পাঠিয়ে দিন। পরবর্তীতে প্রতিযোগীদের সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিবন্ধন নিশ্চিত করা হবে। আয়োজক ড. তানভীর রাতুল বলেন, ‘বাংলা কবিতার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বৃদ্ধি এবং তাদের প্রতিভা বিকাশে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখবে।’ অনন্ত উজ্জ্বল বলেন, ‘এই প্রতিযোগিতা শুধু একটি সাহিত্যিক আয়োজন নয়, এটি বাংলা কবিতার প্রতি ভালোবাসা প্রকাশের একটি উৎসব। আমরা সকল কবিতা প্রেমীদের এই আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।’

Sharing is caring!