আজ বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করবে সরকার

admin
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ণ
পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করবে সরকার

Sharing is caring!

ডেস্ক রিপোর্ট : পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলা বলেছেন, পুলিশ, র‌্যাব, সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগ্রহণে পরিচালিত এ অভিযানের সংখ্যা আরও বাড়ানো হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার (৭ জানুয়ারি) পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বা ব্যবহারের নিষেধাজ্ঞা কার্যকর করতে এবং এ বিষয়ে পরিচালিত অভিযান আরও ফলপ্রসূ করতে প্লাস্টিক শিল্প-সংশ্লিষ্ট উৎপাদক, ব্যবসায়ী ও রপ্তানিকারক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের মতবিনিময় সভা হয়। সভা শেষে তিনি এ কথা বলেন।

অতিরিক্ত সচিব বলেন, পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধকরণ কীভাবে কার্যকর করা যায় এবং এ সংক্রান্ত অভিযান কীভাবে আরও জোরদার ও কার্যকর করা যায়— এ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া পলিথিন বন্ধ করার ক্ষেত্রে সরকারের পাশাপাশি জনগণ ও বিভিন্ন অংশীজনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে সুপার শপগুলোতে যে পলিথিন ব্যাগ ব্যবহৃত হয়, সেগুলোর উৎপাদন বন্ধ করা হবে। বাজারে যেসব পলিথিন শপিং ব্যাগ ব্যবহৃত হয়, সেগুলোর ব্যবহার নিষিদ্ধকরণও কার্যকর করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য ধরনের নিষিদ্ধ পলিথিন পণ্য বন্ধ করা হবে।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) তপন কুমার বিশ্বাস বলেন, পলিথিনের বিকল্প দেখছি। বস্ত্র ও পাট মন্ত্রণালয় ইতোমধ্যে পরিবেশবান্ধব শপিং ব্যাগ উৎপাদনের উদ্যোগ নিয়েছে। বেসরকারিভাবেও পরিবেশবান্ধব শপিং ব্যাগ উৎপাদন হচ্ছে। তিনি বলেন, আজকের সভায় পলিথিন ব্যাগের উৎপাদনকারী, রপ্তানিকারক ও ব্যবসায়ীরা প্রতিশ্রতি দিয়েছেন, সরকারের নির্দেশ তারা পালন করবেন। আমাদের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং রোল ম্যানুফ্যাকচারার্স ওনার্স অ্যান্ড ট্রেড অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা। পলিথিন ব্যাগের ওপর নিষেধাজ্ঞার আলোকে এর ব্যবহার বন্ধ করতে গত ১ নভেম্বর থেকে সারা দেশে অভিযান পরিচালিত হচ্ছে।

Sharing is caring!