Sharing is caring!
ডেস্ক রিপোর্ট : অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নতুন সদস্য হিসেবে যোগ দিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। বুধবার (৫ মার্চ) সকাল ১১টায় বঙ্গভবনে তার শপথ অনুষ্ঠান হবে।
সি আর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং মানবাধিকারকর্মী হিসেবে পরিচিত। তিনি বর্তমানে অভিবাসন ও শরণার্থী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বর্তমান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ পরিকল্পনা মন্ত্রণালয়ের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। নতুন উপদেষ্টা নিয়োগের মাধ্যমে তার ওপর থেকে অতিরিক্ত দায়িত্ব কমানো হবে।
অধ্যাপক সি আর আবরার রোহিঙ্গা শরণার্থী, অভিবাসী শ্রমিক এবং উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিকত্বসহ বিভিন্ন বিষয়ে গবেষণার জন্য সুপরিচিত। তিনি এক সময় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সভাপতির দায়িত্বও পালন করেছেন। গত ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ মোট ২২ জন উপদেষ্টা দায়িত্ব পালন করছেন।
Sharing is caring!