Sharing is caring!
ডেস্ক রিপোর্ট : দুই গোলে এগিয়ে গিয়েও জয় পাওয়া হলো না ইন্টার মিলানের। নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতে নিল এসি মিলান। সউদী আরবের রিয়াদে আল-আওয়াল স্টেডিয়ামে সোমবার রাতের ফাইনালে ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়েছে এসি মিলান।
এবার জিতলে প্রথম দল হিসেবে টানা চারবার এই প্রতিযোগিতার শিরোপা জয়ের রেকর্ড গড়ত ইন্টার। স্পর্শ করত ইউভেন্তুসের সর্বোচ্চ ৯ শিরোপার রেকর্ডও। সেই পথেই ছিল দলটি। বিরতির ঠিক আগে-পরে আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস ও মেহদি তারিমের গোলে ২-০ গোলের লিডও পায় তারা। কিন্তু ৫২তম মিনিটে থিও এরনঁদেজ ব্যবধান কমানোর পর ৮০তম মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিকের গোলে সমতায় ফেরে এসি মিলান। আর যোগ করা সময়ে ব্যবধান গড়ে দেন ট্যামি আব্রাহাম।
প্রথম দল হিসেবে টানা চারবার এই প্রতিযোগিতার শিরোপা জয়ের সম্ভাবনা জাগিয়েও পারল না ইন্টার। ২০১৬ সালের পর প্রথম ও সব মিলিয়ে ইন্টারের সমান আটবার এই শিরোপা জিতল এসি মিলান। মৌসুমে দলের বাজে পারফরম্যান্সে সম্প্রতি পাউলো ফনসেকাকে বরখাস্ত করে সের্হিও কন্সিকাওকে কোচের দায়িত্ব দেয় এসি মিলান। তার হাত ধরে দ্বিতীয় ম্যাচেই শিরোপার স্বাদ পেল তারা।
Sharing is caring!