এই প্রেক্ষাপটে পুতিনের কাছে সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন, পশ্চিমাদের কাছ থেকে এ ধরনের কোনো ইঙ্গিত পাওয়া গেছে কি না। জবাবে তিনি বলেন, ‘আমি জানি না, তাদের জিজ্ঞাসা করুন। নীতিতে পরিবর্তন আনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে পুতিন বলেন, নতুন নতুন সামরিক হামলার হুমকি আসছে…যেমন ক্ষেপণাস্ত্ররোধী ব্যবস্থা তৈরি হচ্ছে।
পুতিন বলেন, যদি রাশিয়াকে কোনো দেশ হুমকি দেয়, তাহলে রাশিয়া মনে করে, সেই দেশের বিরুদ্ধে পরমাণবিক অস্ত্র ব্যবহার করার অধিকার তাদের আছে। বছরের শেষ সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সংবাদ সম্মেলন সাধারণত প্রশ্ন-উত্তর পর্ব কয়েক ঘণ্টা ধরে চলে। টেলিভিশনে অনুষ্ঠান দেখানো হয়। পুতিন সংবাদ সম্মেলনে সশরীর খুব একটা উপস্থিত থাকেন না। তবে বাৎসরিক এ সংবাদ সম্মেলনে তিনি সশরীর উপস্থিত থাকেন।