আজ শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আলোচনায় যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে প্রশ্ন পেজেশকিয়ানের

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৮:১৩ অপরাহ্ণ
আলোচনায় যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে প্রশ্ন পেজেশকিয়ানের

Sharing is caring!

ডেস্ক রিপোর্ট : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তেহরানের সঙ্গে আলোচনার জন্য ওয়াশিংটনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আজ সোমবার তেহরানের আজাদি স্কয়ারে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশটিতে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের ৪৬তম বার্ষিকী পালিত হয় আজ। এ উপলক্ষে অনেকেই ‘যুক্তরাষ্ট্রের মৃত্যু’ স্লোগান দিয়ে মিছিল করেন।

টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে পেজেশকিয়ান বলেন, ‘আলোচনার ব্যাপারে যুক্তরাষ্ট্র আন্তরিক হলে তারা কেন আমাদের ওপর নিষেধাজ্ঞা দেয়?’ তিনি আরও বলেন, তেহরান যুদ্ধ চায় না। তবে বিদেশি চাপের কাছে নতি স্বীকার করবে না। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়, আজ হাজারো মানুষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের বিরুদ্ধে একতা প্রদর্শনে মিছিল করেছেন।

Sharing is caring!