টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে পেজেশকিয়ান বলেন, ‘আলোচনার ব্যাপারে যুক্তরাষ্ট্র আন্তরিক হলে তারা কেন আমাদের ওপর নিষেধাজ্ঞা দেয়?’ তিনি আরও বলেন, তেহরান যুদ্ধ চায় না। তবে বিদেশি চাপের কাছে নতি স্বীকার করবে না। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়, আজ হাজারো মানুষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের বিরুদ্ধে একতা প্রদর্শনে মিছিল করেছেন।