আজ শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রমজান উপলক্ষ্যে লন্ডনের দার্জিলিং এক্সপ্রেসে বাংলাদেশি সেফ আসমা খানের সঙ্গে বিরিয়ানি প্যাক করলেন রাজা চার্লস ও রানী ক্যামিলা

admin
প্রকাশিত মার্চ ১, ২০২৫, ০৭:১৫ অপরাহ্ণ
রমজান উপলক্ষ্যে লন্ডনের দার্জিলিং এক্সপ্রেসে বাংলাদেশি সেফ আসমা খানের সঙ্গে বিরিয়ানি প্যাক করলেন রাজা চার্লস ও রানী ক্যামিলা

Sharing is caring!

ডেস্ক রিপোর্ট : বিশ্বজুড়ে কলকাতা-স্টাইল মোগলাই খাবারের জন্য জনপ্রিয় আসমা খান পরিচালিত দার্জিলিং এক্সপ্রেস-এ হাজির হলেন ব্রিটেনের রাজা চার্লস ও রানী ক্যামিলা। রমজানের আগে দুঃস্থদের মাঝে খাবার সরবরাহের   অংশ হিসেবে তাঁরা নিজ হাতে বিরিয়ানি ও খেজুর প্যাক করলেন। জানা যায়, খাবারগুলো দান করা হবে ডোরস্টেপ নামে একটি সংস্থাকে, যারা মূলত গৃহহীন পরিবারগুলোর পুনর্বাসনের ক্ষেত্রে সাহায্য করে থাকে।

এছাড়াও জানা যায়, রাজপরিবারের সঙ্গে আসমা খানের দীর্ঘদিনের জানাশোনা রয়েছে। কলকাতার লা মার্টিনিয়ার ও লোরেটো কলেজে পড়াশোনা করা আসমা বর্তমানে লন্ডনের অন্যতম খ্যাতনামা শেফ। রান্নার পাশাপাশি তাঁর রেস্টুরেন্ট সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্যও ব্যাপক প্রশংসিত।

১.রাজা-রানীর হাতেই বিরিয়ানি প্যাকিং!
রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা এদিন দার্জিলিং এক্সপ্রেসের রান্নাঘরে গিয়ে প্রধান শেফ আশা প্রধান ও অন্য কর্মীদের সঙ্গে একসঙ্গে বিরিয়ানি প্যাক করেন। এসময় মজার ছলে আসমা বলেন, “আমি ভাবতেই পারিনি রাজা এত তাড়াতাড়ি প্যাক করতে পারবেন!” এমনকি রানী ক্যামিলা আবার নিশ্চিত হতে চাইলেন, “এটি খাঁটি বাসমতী চাল কিনা?”

এমনকি রাজপরিবারের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে লেখা হয়,”রমজানে সূর্যাস্তের পর ইফতারের সময় প্রথম খাবার হিসেবে খেজুর খাওয়া হয়। তাই রাজা ও রানী স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানোর জন্য খেজুর প্যাক করলেন।”

২.চার্লসের রসিকতা – “আমি কি বেশি পুরনো হয়ে গেছি?”
প্যাকিংয়ের সময় চার্লসকে বলা হয়, তিনি চাইলে প্রতিবছর এখানে কাজ করতে পারেন! উত্তরে রাজা হেসে বলেন, “আমি হয়তো আমার সেল-বাই ডেট পেরিয়ে গেছি!”রানী ক্যামিলা এই অল-ফিমেল কিচেন টিমের সঙ্গে সময় কাটিয়ে বেশ আনন্দ পান। আর রাজা চার্লস মজা করে নিজের জন্যও একটি বিরিয়ানির বাক্স প্যাক করে নেন!এদিন রাজা আরও কয়েকজন বিশিষ্ট শেফের সঙ্গেও দেখা করেন, তাঁদের মধ্যে ছিলেন সিরিয়ান শেফ ইমাদ আলারনাব ও মাস্টারশেফ বিজয়ী সালিহা মাহমুদ-আহমেদ। রাজপরিবারের এই সম্প্রীতির বার্তা ও সমাজসেবামূলক উদ্যোগ রমজানের আগে ব্রিটেনের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপকভাবে ইতিবাচক সাড়া ফেলেছে।

Sharing is caring!