আজ বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পকে কড়া জবাব ফ্রান্সের

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ণ
গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পকে কড়া জবাব ফ্রান্সের

Sharing is caring!

ডেস্ক রিপোর্ট : ডেনমার্ক থেকে গ্রিনল্যান্ড কিনে নেওয়া কিংবা বিক্রি করতে রাজি না হলে অতিরিক্ত রাজস্ব চাপিয়ে দেওয়ার বিষয়ে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ নয়েল ব্যারট। বুধবার (৮ জানুয়ারি) এক সাক্ষাৎকারে ব্যারট বলেন, ইউরোপের সীমান্তে কেউ আক্রমণ করলে তা বরদাশত করা হবে না। মহাদেশ হিসেবে ইউরোপ শক্তিশালী এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিটি সদস্য একে অন্যকে রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ।

বিশ্বের যে দেশই হোক, তার শক্তিমত্তা যতই হোক; ইউরোপের দিকে আঙুল তুললে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্যারট। ট্রাম্পের নাম উল্লেখ না করে ব্যারট বলেন, গ্রিনল্যান্ড ড্যানিশদের সম্পত্তি। স্বায়ত্তশাসিত এ ভূমি দূরবর্তী সীমানা আইনে ইউরোপেরই অন্তর্ভুক্ত। কেউ গ্রিনল্যান্ড আক্রমণ করলে সেটি হবে ইউরোপ আক্রমণের নামান্তর।

যুক্তরাষ্ট্র ইউরোপ আক্রমণের মতো সিদ্ধান্ত নেবে না বলে মনে করেন এ পররাষ্ট্রমন্ত্রী। তবে টিকে থাকতে এখন থেকেই নিজেদের শক্তিমত্তা বাড়ানোর ওপর জোর দেন তিনি। গত মাসে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ এমন দাবি করেন। এর আগেও ২০১৯ সালে ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন।

কিন্তু গতবারের মতো এবারও ডেনিশদের থেকে ইতিবাচক সাড়া পাননি ট্রাম্প। শপথের আগেই ট্রাম্পের এ ধরনের কার্যক্রম ক্ষেপিয়ে তুলছে ইউরোপকে। কূটনীতিবিদরা বলছেন, প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে ট্রাম্প এ ধরণের চিন্তা পোষণ করলে চিড় ধরবে ইউরোপ-আমেরিকার এতদিনের বন্ধুত্বে।

Sharing is caring!