আজ বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সোলাইমানি স্যাটেলাইট

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৫, ০৬:৩০ অপরাহ্ণ
সোলাইমানি স্যাটেলাইট

Sharing is caring!

ডেস্ক রিপোর্ট : চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে ‘শহীদ সোলাইমানি’ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়েহ এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। সালারিয়েহ বলেন, ইন্টারনেট অফ থিংস (আইওটি) উন্নত করার জন্য ডিজাইন করা ‘শহিদ সোলাইমানি’ উপগ্রহ নক্ষত্রপুঞ্জে বর্তমানে নির্মাণাধীন ২০টি উপগ্রহ রয়েছে। তিনি বলেন, ‘রিসার্চ’ সিরিজের উপগ্রহ- রিসার্চ ১, ২, ৩ এবং ৪-এর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে অথবা নির্মাণ শুরু হয়েছে। তিনি দুটি রাডার উপগ্রহের সঙ্গে ‘পার্স ২’ এবং ‘পার্স ৩’ উপগ্রহের উন্নয়নের কথাও উল্লেখ করেছেন। এছাড়া ‘নাহিদ ২’ এবং ‘নাহিদ ৩’ উপগ্রহ-এর আসন্ন উৎক্ষেপণের ওপর জোর দিয়েছেন।

সূত্র : ইরনা

Sharing is caring!