Sharing is caring!
ডেস্ক রিপোর্ট : ইরাকের উত্তর-পূর্বাঞ্চলীয় সুলাইমানিয়া প্রদেশে ১৯৮০-এর দশকের ইরান-ইরাক যুদ্ধের সময় স্থাপিত ভ‚মিমাইন অপসারণে জোর তৎপরতা চলছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পর্যটন শিল্পকে উজ্জীবিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সুলাইমানিয়ার মাইন বিষয়ক পরিচালক মোহসেন শেখ আবদুল করিম জানান, শহরের কেন্দ্র থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত মাহমুদ খান পাহাড়ে বর্তমানে মাইন অপসারণের কাজ চলছে। পর্বতারোহীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ।
তিনি আরো জানান, প্রায় এক লাখ ৩০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এ মাইনফিল্ডে বেশ কিছু অত্যন্ত বিপজ্জনক মাইন রয়েছে। আন্তর্জাতিক মানদÐ অনুসরণ করেই মাইন অপসারণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন।
মাইন অপসারণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রতিক‚ল আবহাওয়ার কথা উল্লেখ করে আবদুল করিম বলেন, ‘পর্যটকরা এখানে আসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। তাই আমরা যথাসাধ্য চেষ্টা করছি এলাকাটি নিরাপদ ও পরিষ্কার রাখতে। তবে বৃষ্টিপাত বা প্রতিক‚ল আবহাওয়ার কারণে মাঝেমধ্যেই আমাদের কাজ বাধাগ্রস্ত হয়’।
সূত্র : আনাদোলু এজেন্সী।
Sharing is caring!