Sharing is caring!
ডেস্ক রিপোর্ট : কয়েক দশক ধরে কোরীয় যুদ্ধ এবং দেশভাগের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর অশ্রুসিক্ত পুনর্মিলন কেন্দ্র ভেঙে ফেলছে উত্তর কোরিয়া। ২০১৮ সালে শেষবার উত্তর কোরিয়ার কুমগাং পর্বতে অনুষ্ঠিত পুনর্মিলনী ছিল কোরীয় উপদ্বীপের বিভাজনের পর সর্বশেষ মানবিক আয়োজন। যদিও এগুলো আন্তঃকোরীয় রাজনীতির অস্থিরতার বিষয় ছিল।
সিউলের একীকরণ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, মাউন্ট কুমগাং পুনর্মিলনী কেন্দ্র ভেঙে ফেলা একটি অমানবিক কাজ, যা বিচ্ছিন্ন পরিবারগুলোর আন্তরিক ইচ্ছাকে পদদলিত করে। দক্ষিণ কোরিয়া গভীর দুঃখ প্রকাশ করে, এই ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার জন্য কঠোরভাবে আহ্বান জানায়।
মুখপাত্র আরও বলেন, উত্তর কোরিয়ার একতরফা ধ্বংসযজ্ঞ কোনো অজুহাতে ন্যায্য হতে পারে না। এই পরিস্থিতির জন্য উত্তর কোরিয়ার কর্তৃপক্ষকে সম্পূর্ণ দায়িত্ব বহন করতে হবে।
Sharing is caring!