Sharing is caring!
ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদিকে নিঃশর্ত মুক্তি দেয়ার আহ্বান জানিয়ে ওয়াশিংটন বলেছে, তাকে কখনোই কারাদ- দেওয়া উচিত হয়নি। এর আগে ইরান নার্গিস মোহাম্মাদিকে চিকিৎসার জন্য কারাদ-াদেশ তিন সপ্তাহের জন্য স্থগিত করে মুক্তি দেয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, তার শারিরীক অবস্থা এখনও গভীরভাবে উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে তাকে আটকে রাখা একেবারেই ঠিক হয়নি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরো বলেন, ‘নার্গিসের স্বাস্থ্যের অবনতি ইরানি শাসকদের নির্যাতনের সাক্ষ্য দেয়। আমরা আবারো নার্গিস এবং অন্যান্য রাজনৈতিক বন্দিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাই।’ ৫২ বছর বয়সী নার্গিস মোহাম্মদী ২০২১ সালের নভেম্বর থেকে ইরানে কারারুদ্ধ রয়েছেন।
সূত্র : এএফপি।
Sharing is caring!