Sharing is caring!
ডেস্ক রিপোর্ট : ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলা থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার(১৭ ডিসেম্বর) দুপুর ১২টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ইউএসজিএস জানিয়েছে, ৪৩ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর উচ্চতা ছিল ১৭ দশমিক ৭১১ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং ১৬ দশমিক শূন্য ৩০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। এদিকে ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র।
ফিজি, টোঙ্গা এবং ভানুয়াতুর মতো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলো প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের উপর অবস্থিত, ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অঞ্চলগুলোর একটি বৃত্তচাপ যেখানে মহাদেশীয় প্লেটগুলো সংঘর্ষ হয়, ঘন ঘন ভূমিকম্পের সৃষ্টি করে।
Sharing is caring!