আজ বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের গুজরাটে আছড়ে পড়ল সামরিক হেলিকপ্টার, নিহত ৩

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ণ
ভারতের গুজরাটে আছড়ে পড়ল সামরিক হেলিকপ্টার, নিহত ৩

Sharing is caring!

ডেস্ক রিপোর্ট : ভারতের গুজরাট রাজ্যে দেশটির উপকূলরক্ষী বাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার আছড়ে পড়েছে। এতে তিনজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে গুজরাট রাজ্যের পোরবন্দরে একটি মাঠে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার মহড়ার সময় ভারতের সশস্ত্র বাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারটি (এএলএইচ) আছড়ে পড়ে। এ সময় হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। এতে তিনজন নিহত ও কয়েকজন আহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা হয়েছে।

এদিকে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটির আছড়ে পড়ার আগেই ঝাঁপ দেন পাইলট। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। এ দুঘর্টনা আরও দুইজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বছরের ২ সেপ্টেম্বরেও ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার মহড়ার সময়ে আরব সাগরে ভেঙে পড়ে। ওই সময় দুই ক্রু সদস্যের মরদেহ উদ্ধার করা হলেও মিশনের পাইলট ইন কমান্ড রাকেশ কুমার রানা নিখোঁজ ছিলেন। পরে এক মাসের দীর্ঘ অনুসন্ধান শেষে গত অক্টোবরে দেশটির উপকূলরক্ষী বাহিনী গুজরাট উপকূল থেকে পাইলট রাকেশের মরদেহ উদ্ধার করে।

Sharing is caring!