Sharing is caring!
ডেস্ক রিপোর্ট :
প্রথমে মিসরের কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ার। তারপর ভারতের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের ৫৫তম আসরে একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে প্রদর্শনী। আন্তর্জাতিক অঙ্গনের এই বিশাল অর্জন নিয়ে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘প্রিয় মালতী’।
আগামী ২০ ডিসেম্বর এই ছবি মুক্তির মধ্য দিয়ে প্রথমবারের মত পূর্ণদৈর্ঘ্য পর্দায় দেখা যাবে মেহজাবিন চৌধুরীকে। ওটিটি কন্টেন্ট ওয়েব ফিল্মে নিজের বৈচিত্র্যময় অভিনয় দিয়ে ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী।
চলুন, সিনেমাটির নির্মাণ ও গল্পের পাশাপাশি জেনে নেয়া যাক- এতে কারা হতে যাচ্ছেন মেহজাবিনের সহ-অভিনয়শিল্পী।
চলচ্চিত্র নির্মাণের নেপথ্যে
এই সিনেমাটি পরিচালনার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটল তরুণ নির্মাতা শঙ্খ দাশগুপ্তর। ছবির মূল গল্পও তারই লেখা। চিত্রনাট্যে তার সঙ্গে কাজ করেছেন আবু সাঈদ রানা, চিত্রগ্রাহক হিসেবে ছিলেন তাহসিন রহমান। প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ফ্রেম পার সেকেন্ড, ফিল্মি ফিচার্স এবং ওটিটি ভিডিও স্ট্রিমিং সেবা চরকি।
ছায়াছবির গল্প
‘হুইসপার্স অব অ্যা থার্স্টি রিভার’ ইংরেজি শিরোনামের চলচ্চিত্রটির মূল গল্প মালতী রানী দাশ নামের একজন নিম্ন-মধ্যবিত্ত নারীকে নিয়ে। স্বামী পলাশ কুমার দাশকে নিয়ে তার সদ্য দাম্পত্য জীবন কাটছে খুনসুটি, ভালোবাসা, আর ছোট ছোট আনন্দে।
এই স্বপ্নীল জীবন নিমেষেই দুঃস্বপ্নে পরিণত হয় আকস্মিক এক দুর্ঘটনায়। ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে শহরের এক ব্যস্ততম বাণিজ্যিক ভবনে, যেখানে কাজ করত পলাশ। খবরটি পাওয়ার পর থেকে মালতী কোনোভাবেই তাকে ফোনে পায় না। নানা আশঙ্কা ও উৎকণ্ঠার মধ্য দিয়ে স্বামীকে খুঁজতে মালতীর শুরু হয় এক দীর্ঘ সংগ্রামী যাত্রা। দিন গড়িয়ে যায়, মাস পেরিয়ে বছর হয়; এরপরও কোনো হদিস মেলে না তার। বরং সামাজিক রীতিনীতি ও প্রশাসনিক অব্যবস্থাপনা মালতীর প্রতিটি পদক্ষেপকে আরও কঠিন করে তোলে।
সত্য ঘটনা-নির্ভর অপরাধ ঘরানার ছবিটির কাহিনী এভাবে প্রধান চরিত্রের নানা চড়াই-উৎড়াইকে নিয়ে এগোতে থাকে ক্লাইম্যাক্সের দিকে। সেইসঙ্গে নাটকীয়তায় যুক্ত হতে থাকে মিস্ট্রি ও সাসপেন্স।
‘প্রিয় মালতী’তে মেহজাবীনের সহশিল্পীরা
মালতী চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন; সঙ্গে সহ-অভিনয়শিল্পী হিসেবে রয়েছেন রিজভী রিজু, শাহজাহান সম্রাট ও আনিসুল হক বরুণ।
এছাড়া আজাদ আবুল কালাম, সমু চৌধুরী, নাদের চৌধুরী, শহীদুল আলম সাচ্চু ও মোমেনা চৌধুরীর মত বর্ষীয়ান অভিনেত্রীদেরও দেখা যাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায়।
পরিশিষ্ট
অপরাধ ঘরানার ছবি ‘প্রিয় মালতী’ অভিনেত্রী মেহজাবীন ও নির্মাতা শঙ্খ দাশগুপ্ত- দুজনেরই বড় পর্দায় প্রথম কাজ। জীবনমুখী গল্প ও স্পষ্ট বার্তা সমৃদ্ধ চিত্রনাট্যে যে তাদের ছোট পর্দার অভিজ্ঞতার উদাত্ত প্রতিফলন ঘটবে, তা বলাই বাহুল্য।
অপরদিকে, প্রযোজনার জন্য কন্টেন্ট নির্বাচনে ইতোমধ্যে বেশ সুনাম অর্জন করেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সেই সূত্রে তাদের এবারের পূর্ণদৈর্ঘ্য কন্টেন্ট কেমন হতে যাচ্ছে, তা নিয়েও বেশ কৌতূহল রয়েছে।
সব মিলিয়ে চিন্তার খোরাক যোগানো চলচ্চিত্রটি মেহুভক্তসহ বাংলাদেশি সিনেমাপ্রেমীদের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি রাখছে।
Sharing is caring!