আজ শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

এবার ভারতীয় সিনেমায় দেখা যাবে হানিয়া আমিরকে

admin
প্রকাশিত মার্চ ১১, ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ণ
এবার ভারতীয় সিনেমায় দেখা যাবে হানিয়া আমিরকে

Sharing is caring!

ডেস্ক রিপোর্ট : ‘কাভি মে কাভি তুম’ ধারাবাহিকের মাধ্যমে আলোচনায় আসা পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির কাজ করছেন ভারতীয় সিনেমায়। পাঞ্জাবি সিনেমা ‘সরদার জি-৩’ থাকবেন হানিয়া। এ সিনেমায় হানিয়ার বিপরীতে দেখা যাবে দিলজিৎকে। এছাড়া সিনেমাটিতে অভিনয় করবেন পাঞ্জাবি সুপারস্টার নিরু বাজওয়া। ইতোমধ্যে সিনেমাটি নিয়ে দর্শকরা আলোচনা শুরু করেছেন। সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে সিনেমার শুটিংয়ের ভিডিও ও স্থির চিত্র। সরদার জি-৩ সিনেমার গল্প নিয়ে ধোঁয়াশা রয়েছে। এমনকি সিনেমাটি কবে মুক্তি পাবে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে দিলজিৎ জানিয়েছে, সরদার জি-৩ মুক্তি পাবে চলতি বছরের জুনে। কয়েক মাস আগে লন্ডনে গিয়েছিলেন হানিয়া। সে সময় সেখানে শো করছিলেন দিলজিৎ। সেই শোতে গিয়ে হাজির হন পাকিস্তানি অভিনেত্রী। ওই সময় হানিয়াকে স্টেজে ডেকে নেন দিলজিৎ।

Sharing is caring!