ডেস্ক রিপোর্ট : বিনোদন রিপোর্ট: প্রায় চার বছর আগে বলিউডের জ্যাকুলিন ফার্নান্দেজ ‘বড়লোকের বেটি’ বাংলা গানের সাথে পারফর্ম করেছিলেন। মিউজিক ভিডিওতে বাঙালি কন্যার বেশে জ্যাকুলিন তার রূপে নতুন মাত্রা এনে দিয়েছিলেন। এবার দ্বিতীয়বারের মতো বাংলা গানে দেখা গেল জ্যাকুলিনকে। নারী দিবসে প্রকাশ্যে এসেছে তার সেই গানের ভিডিও। জ্যাকুলিনের নতুন সেই গানটির নাম ‘আমি কাফি’। কয়েক মাস আগে স্টর্মরাইডার’ শীর্ষক গানে জ্যাকুলিন পারফর্ম করেছিলেন। এই গানটিরই বাংলা সংস্করণ তৈরি করেছেন অমৃতা সেন এবং সিজি। নির্মাতাদের দাবি, নারী দিবসের মূলমন্ত্র উচ্চারিত হয়েছে এই গানটির মাধ্যমে। জ্যাকুলিনও এই প্রথম বাংলা গানে কাজ করে উচ্ছ্বসিত। তিনি বলেছেন, বাংলা সংগীতের সঙ্গে যুক্ত হয়ে আমি আপ্লুত। গানটি আত্মবিশ্বাস এবং শক্তির প্রতীক।