Sharing is caring!
ডেস্ক রিপোর্ট : আমির খান অভিনীত ‘গজনি’ সিনেমাটি বক্স অফিসে রেকর্ড সৃষ্টি করেছিল। এতে তার অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায়। তবে এ সিনেমায় আমির খানের জায়গায় সালমান খানকে পছন্দ করেছিলেন পরিচালক মুরুগাদোসে। শেষ পর্যন্ত আমির খানকে নিয়ে তিনি সিনেমাটি করেন। এর কারণ সম্পর্কে পরিচালক সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, অ্যাকশন সিনেমায় যে সালমান খান অনন্য, তা সবাই জানেন। ফলে গজনিতে সালমান যদি অভিনয় করতেন, তা যতোই ভালো হোক, দর্শকের কাছে সেই ছবি সালমানের আরও একটি অ্যাকশন ছবি হিসাবেই গণ্য হতো। সেখানে আমির খান যদি এই চরিত্র করেন, তাহলে তা চমকে দেয়ার পাশাপাশি আমিরের অভিনয়ের নতুন একটি দিকও উন্মোচন হবে বলে মনে করেছি। এই ভাবনা থেকেই আমিরকে গজিনি’র জন্য বেছে নেয়া হয়। অবশ্য গজনিতে মুখ্য ভিলেন চরিত্রে অভিনয় করা প্রদীপ রাওয়াত এক সাক্ষাৎকারে বলেছেন, পরিচালক প্রথমে আমিরকে বেছে নেননি। চরিত্রের খাতিরে তার প্রথম পছন্দ ছিল সালমান। আর সালমানের রগচটা স্বভাবের কথা আমি জানতাম। এই ছবিটি যে সময় হয়েছিল, সেসময় পরিচালক হিন্দি বা ইংরেজি ভাষা জানতেন না। তাই সালমান খানের মতো এত বড় একজন সুপারস্টারকে শুটিংয়ের দৃশ্য বোঝাতে অসুবিধা হতে পারত। এতে সালমান যদি মেজাজ হারাতেন তাহলে ছবিটাই হয়তো এগোতো না। প্রদীপ বলেন, আমির ভালো মানুষ, স্বভাবে ভীষণ নম্র ও সংযত। আমি কোনওদিন তাকে কারওর সঙ্গে চিৎকার করে কথা বলতে দেখিনি, শুনিওনি। কাউকে অসম্মান করতে দেখিনি। তাই সব মিলিয়ে আমির এই চরিত্রের জন্য সেরা ছিল বলে আজও মনে করি। এদিকে, মুরুগাদোসের আসন্ন ছবি ‘সিকান্দার’-এ
Sharing is caring!