আজ শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইফতার করে নামাজ পড়ে তাক লাগিয়ে দিলেন থালাপতি বিজয়

admin
প্রকাশিত মার্চ ৯, ২০২৫, ০৭:৩০ অপরাহ্ণ
ইফতার করে নামাজ পড়ে তাক লাগিয়ে দিলেন থালাপতি বিজয়

Sharing is caring!

ডেস্ক রিপোর্ট : জনপ্রিয়তার শীর্ষে থাকা দক্ষিণি সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় যেন জয় করলেন লাখো মুসল্লির মন। বেশ কিছুদিন ধরে নতুন সিনেমা আসেনি বিজয়ের। তবে রাজনীতির মাঠে তাকে দেখা গেছে বেশ সক্রিয়। আলো ঝলমল শোবিজ ছেড়ে তিনি এখন পুরোদস্তুর রাজনীতিবিদ। জানা যায়,২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল গঠন করা বিজয় ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করেছেন।

জনপ্রিয় এই অভিনেতা সিনেমার মতো রাজনীতির মাঠেও যে বেশ আক্রমণাত্মক তা তার বক্তব্যেই বোঝা যায়। ক্ষমতায় থাকা দল, বা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসা দলগুলোর ভূমিকা নিয়ে নিজ বক্তব্যে নানা রকম প্রশ্ন তোলেন তিনি, যাতে ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চর্চা তাকে নিয়ে।

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই অভিনেতার একটি ভিডিও। ভিডিওতে দেখা যায় পবিত্র রমজান মাস উপলক্ষে চেন্নাইয়ে একটি ইফতারের আয়োজন করেছেন এই অভিনেতা এবং নিজেই করেছেন পার্টিতে অংশগ্রহণ। তার পরনে ছিল সাদা কুর্তা এবং মাথায় টুপি।

প্রায় ৩,০০০ মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। এছাড়া, ১৫টি স্থানীয় মসজিদের ইমামদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। ইফতারটি YMCA গ্রাউন্ডস, রয়াপেট্টাহ-তে অনুষ্ঠিত হয়। জানা যায়,সারাদিন রোজা রেখে এবং ইসলামী রীতি অনুযায়ী ইফতার ও নামাজে অংশগ্রহণ করেন বিজয়।

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়,মুখে আধা-কাচাপাকা দাঁড়ি,মাথায় সাদা টুপি,অন্যান্য মুসল্লিদের মতো আল্লাহর দরবারে তুলেছেন হাত। আবার দেখা যায়, সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজে দাঁড়িয়েন এই নেতা। ভিডিওটি ভারতীয় সংবাদ সংস্থা এএনআই তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে শেয়ার করেছে। এছাড়া ফিল্মফেয়ারের অফিসিয়াল পেইজে দেওয়া হইছে সেই ছবির স্ক্রিনশট।

অভিনেতার এই সাম্প্রদায়িক সম্প্রীতির উদ্যোগকে বেশ প্রশংসা করেছেন নেটিজেনরা। স্যোশাল মিডিয়ায় তার এমন কাজকে সাহসী এবং অন্তর্ভুক্তিমূলক বলে উল্লেখ করেছেন অনেকেই। যদিও একই সঙ্গে, কিছু হিন্দুত্ববাদীরা বিষয়টিকে ভালোভাবে নিতে পারেনি। তবে তিনি যে কেবল ভারত নয় তার বাইরেও পুরো মুসলিম বিশ্বে অন্যতম একটি জায়গা করে নিয়েছেন ইতোমধ্যে তা বলাই বাহুল্য। প্রসঙ্গত,বিজয়ের রাজনীতিতে প্রবেশ তামিলনাড়ুতে ঝড় তুলেছে। তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম গঠনের পর প্রথম সমাবেশে তিন লক্ষ মানুষের উপস্থিতির দাবি করা হয়। এটি তার জনপ্রিয়তা এবং রাজনৈতিক প্রভাবের একটি বড় প্রমাণ।

Sharing is caring!