এর আগে ২০০০ সালে প্রিয়দর্শনের ছবি ‘হেরা ফেরি’-তে অক্ষয় কুমার ও টাবুকে একসঙ্গে দেখা গিয়েছিল। এই ছবিতে সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল মুখ্য ভূমিকায় ছিলেন। প্রিয়দর্শন তাঁরই এক ছবিতে অক্ষয়-টাবুর জুটিকে আবার ফিরিয়ে আনতে চান। ‘ভূত বাংলা’ ছবিতে টাবুকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। আর এই ছবির চিত্রনাট্য ও চরিত্র দুই-ই টাবুর মনে ধরেছে বলে জানা গেছে। এই বলিউড নায়িকা ‘ভূত বাংলা’-তে পা রাখার জন্য দারুণ উৎসাহিত।