আজ বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

১৩ বছর পর অক্ষয়ের সঙ্গে ‘ভূত বাংলা’-তে এই বলিউড অভিনেত্রী

admin
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৪, ০৭:০১ অপরাহ্ণ
১৩ বছর পর অক্ষয়ের সঙ্গে ‘ভূত বাংলা’-তে এই বলিউড অভিনেত্রী

Sharing is caring!

ডেস্ক রিপোর্ট : বলিউড তারকা অক্ষয় কুমার ও পরিচালক প্রিয়দর্শন জুটি সব সময় এক ঝুড়ি আনন্দ দিয়েছে। তাই দর্শক এই জুটির ‘ভূত বাংলা’ ছবির মুক্তির জন্য দিন গোনা শুরু করে দিয়েছেন। প্রায়ই এই ভৌতিক হাসির ছবিকে ঘিরে নতুন নতুন তথ্য উঠে আসছে। এবার এক নতুন খবর শোনা যাচ্ছে। জানা গেছে যে ভামিকা গাব্বির পর আরেক বলিউড অভিনেত্রী ‘ভূত বাংলা’-তে প্রবেশ করছেন।

এর আগে ২০০০ সালে প্রিয়দর্শনের ছবি ‘হেরা ফেরি’-তে অক্ষয় কুমার ও টাবুকে একসঙ্গে দেখা গিয়েছিল। এই ছবিতে সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল মুখ্য ভূমিকায় ছিলেন। প্রিয়দর্শন তাঁরই এক ছবিতে অক্ষয়-টাবুর জুটিকে আবার ফিরিয়ে আনতে চান। ‘ভূত বাংলা’ ছবিতে টাবুকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। আর এই ছবির চিত্রনাট্য ও চরিত্র দুই-ই টাবুর মনে ধরেছে বলে জানা গেছে। এই বলিউড নায়িকা ‘ভূত বাংলা’-তে পা রাখার জন্য দারুণ উৎসাহিত।

‘হেরা ফেরি’র দৃশ্য। আইএমডিবি
‘হেরা ফেরি’র দৃশ্য। আইএমডিবি

‘ভূত বাংলা’ ছবিতে অক্ষয় কুমার, টাবু ছাড়া আছেন পরেশ রাওয়াল, ভামিকা গাব্বি, রাজপাল যাদব ও আসরানি। অক্ষয় কুমার এখন ‘ভূত বাংলা’ ছবির শুটিংয়ে ব্যস্ত। এই ছবির লাগাতার শুটিং চলছে। আশা করা হচ্ছে যে আগামী এপ্রিলের মধ্যে এই ভৌতিক হাসির ছবির শুটিং শেষ হয়ে যাবে।

অক্ষয় কুমার প্রথম ‘ভূত বাংলা’ ছবির খবর প্রকাশ্যে এনেছিলেন। এর সঙ্গে এই বলিউড সুপারস্টার ছবির মুক্তির দিন থেকে পর্দা সরিয়েছিলেন। ‘ভূত বাংলা’ ছবির পোস্টারের সঙ্গে এই ছবির মুক্তির দিন প্রকাশ করা হয়েছিল। ২০২৬ সালের ২ এপ্রিল ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে। এখন পর্যন্ত এই ছবির দুটি পোস্টার প্রকাশ্যে এসেছে।
‘ভূত বাংলা’র আগে প্রিয়দর্শনের একাধিক ছবিতে কাজ করেছেন অক্ষয়। এই তালিকায় ‘ভাগম ভাগ’, ‘ভুল ভুলাইয়া’, ‘দে দনা দন’, ‘হেরা ফেরি’র মতো ছবি আছে।

Sharing is caring!