আজ বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ে করলেন আরমান মালিক

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৫, ০৫:৪০ অপরাহ্ণ
বিয়ে করলেন আরমান মালিক

Sharing is caring!

ডেস্ক রিপোর্ট : বিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরমান মালিক। দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। গত ১ জানুয়ারি তারা বিয়ে করেন। সামাজিকমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে নিজেই বিয়ের খবন জানান আরমান মালিক। ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে আরমান লেখেন, তু হি মেরা ঘর (তুমিই আমার ঘর)। ২০২৩ সালের আগস্ট মাসে বাগদান সেরেছিলেন আরমান মালিক ও আশনা শ্রফ। সে সময় তাদের বাগদানের খবরে খুশি হয়েছিলেন অনুরাগীরা। বিয়েতেও তারা খুশি। ট্রাডিশনাল সাজে বর-কণে সেজেছিলেন আরমান-আশনা। আরমানের পরনে ছিল পিচ রঙের শেরওয়ানি এবং আশনা পরেছিলেন কমলা রঙের লেহঙ্গা ও মানানসই পান্নাখচিত গয়না। বিয়েতে উপস্থিত ছিলেন দুজনের পরিবার ও ঘনিষ্ঠজনরা। আরমান মালিক স্ত্রী আশনা শ্রফ একজন ফ্যাশন ও বিউটি ব্লগার। তিনি কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার অফ দ্য ইয়ার ২০২৩ নির্বাচিত হয়েছিলেন।

Sharing is caring!