আজ বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ভেঙে গেল বেন ও জেনিফারের সংসার

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ণ
ভেঙে গেল বেন ও জেনিফারের সংসার

Sharing is caring!

ডেস্ক রিপোর্ট : দুই বছরের মাথায় ভেঙে গেছে হলিউডের গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজের সংসার। ২০২২ সালে তিনি অভিনেতা বেন অ্যাফ্লেককে বিয়ে করেছিলেন। এটি ছিল লোপেজের চতুর্থ বিয়ে। গত ২০ আগস্ট বেন অ্যাফ্লেকের থেকে বিয়েবিচ্ছেদ চেয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কাউন্টি সুপিরিয়র কোর্টে আবেদন করেন তিনি। প্রায় ২০ সপ্তাহ পর কোর্ট বিচ্ছেদের আবেদন গ্রহণ করেছেন। কোর্ট থেকে প্রাপ্ত জেনিফারের বিবাহবিচ্ছেদের কাগজপত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক পিপল ম্যাগাজিন। ২০০২ সালে ‘গিগলি’ সিনেমার শুটিংয়ের সময় পরিচয় হয় বেন ও লোপেজের। পরিচয় থেকে তারা প্রেমের সম্পর্কে জড়ান। ২০০৩ সালে তাদের বাগদান হয়। তবে এর পরের বছরই সে বাগদান ভেঙে যায়। প্রথম বাগদান ভাঙার ১৯ বছর পর ২০২২ সালে বিয়ে করেন তারা। তাদের সংসারে তিন সন্তান রয়েছে।

Sharing is caring!