আজ রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মুসলিম হওয়ায় বাড়ি কিনতে পারেননি সাইফ, ভাইরাল পুরনো ভিডিও—সমালোচনার ঝড়

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৬:০৮ অপরাহ্ণ
মুসলিম হওয়ায় বাড়ি কিনতে পারেননি সাইফ, ভাইরাল পুরনো ভিডিও—সমালোচনার ঝড়

Sharing is caring!

ডেস্ক রিপোর্ট :  বলিউড তারকাদের বাড়ি মানেই এলাহি আয়োজন। একজন আরেকজনকে ছাপিয়ে গিয়ে কে কত টাকায় ফ্ল্যাট কিনতে পারে সবসময়ই চলে এমন এক প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতার অংশ হিসেবে অধিকাংশ তারকাদের অন্যতম পছন্দের জায়গা মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহু। বহুকাল আগে থেকে শুরু করে এই প্রজন্মের তারকা— প্রত্যেকের পছন্দের জায়গা জুহু। অভিনয় জগতের অধিকাংশ তারকাদের কমবেশি চেষ্টা থাকে জুহুতে একটি বাড়ি বানানোর।

তার ব্যতিক্রম ছিলেন না বলিউডের ছোট নবাব সাইফ আলি খান নিজেও। তবে হয়নি সেই ইচ্ছে পূরণ। জুুহুতে বাড়ি কিনতে না পারার ক্ষেত্রে প্রধান বাঁধা হয়ে দাঁড়িয়েছিল নাকি তার ধর্ম! মুসলিম সম্প্রদায়ের হওয়ায় জুহুতে বাড়ি পাননি সাইফ! এ কথা নিজের মুখেই বলেছেন স্বয়ং সাইফ আলি খান।

সাম্প্রতিক সময়ে হামলার জেরে কড়া নিরাপত্তার চাদরে মোড়ানো আছেন তিনি। আর এর মধ্যেই খানের বেশ কিছুদিনের পুরনো একটি সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়। যেখানে অভিনেতা অসহায়ের মতো বলেছিলেন, কিভাবে ধর্মের কারণে পছন্দের এলাকায় বাড়ি কেনা থেকে বঞ্চিত হয়েছেন তিনি।

প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং মনসুর আলি পদৌতির বড় ছেলে সাইফ। মা-বাবার ভালোবাসায় কোনও দিন ধর্ম বাধা হয়ে দাঁড়ায়নি। কিন্তু তথাকথিত আধুনিক সমাজ এবং কট্টর হিন্দুত্ববাদীদের উগ্রতার ফলে তাদের সন্তান সাইফকে পরতে হয়েছে ধর্মের বেড়াজালে। সম্প্রতি ভাইরাল হওয়া পুরনো সেই সাক্ষাৎকারে সাইফকে প্রশ্ন করা হয়েছিল, বিদেশে কখনও তিনি ধর্মান্ধতার শিকার হয়েছিলেন কিনা?

উত্তরে সাইফ বলেন, ‘আমেরিকা-সহ বিদেশের নানা অঞ্চলে ভ্রমণ করেছি। কোথাও ধর্ম নিয়ে আমাকে কিছু বলা হয়নি। ব্যতিক্রম নিজের দেশ! মুম্বাই আমার ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছিল।’
ঘটনার ব্যাখ্যা করে তিনি বলেন, ‘জুহুতে বাড়ি কিনব ঠিক করেছিলাম। নানা জায়গায় সন্ধান চালাচ্ছি। তখনই সাফ বলা হয়েছিল, আমি ভিন্ন সম্প্রদায়ের। তাই জুহুতে বাড়ি পাব না। আমাকে কেউ বাড়ি দেবেন না!’
সেদিন যথেষ্ট অপমানিত বোধ করেছিলেন সাইফ আলি খান। নবাবপুত্র এই ধরনের আচরণের সম্মুখীন হবেন, স্বপ্নেও ভাবতে পারেননি।

এদিকে ভাইরাল হওয়া সেই ভিডিওটি নিয়ে স্যোশাল মিডিয়ায় চলছে নানা রকম চর্চা। ফেসবুকে ভিডিওটি শেয়ার করে শোয়েব নামে একজন লিখেছেন, ‘ হিন্দুত্ববাদীরা এগুলোই করবে,এটাই ওদের ধর্ম’। এছাড়া শাহানাজ নামে একজন লিখেছেন, ‘ বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে কথা বলা দেশটি পুরোটাই একটা উগ্রবাদী দেশ’। শাওন লিখেছেন, ‘গো মূত্র খেলে যা হয় আরকি’। জোনাকি নামে একটি আইডি থেকে লিখেছেন, ‘কট্টরপন্থী হিন্দুত্ববাদ নিপাত যাক’।

Sharing is caring!