নব্যনাৎসি অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ড দলটির বিরুদ্ধে গত সপ্তাহান্তে জার্মানির অনেক শহরে বিক্ষোভ হয়। গত রোববার বার্লিনে অনুষ্ঠিত বিক্ষোভে ২ লাখ ৫০ হাজার মানুষ অংশ নেন। আজ রোববার বার্লিন তোরণ প্রাঙ্গণে আবার বিক্ষোভ হওয়ার কথা।
নির্বাচন সামনে রেখে গত ২৯ জানুয়ারি জার্মান পার্লামেন্টে কঠোর অভিবাসননীতির পরিকল্পনা প্রস্তাব করে দেশটির অন্যতম বড় দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ)। প্রস্তাবটি পার্লামেন্টে পাসের জন্য সহায়তায় এগিয়ে আসে জার্মানির কট্টর রক্ষণশীল ও অভিবাসীবিরোধী দল অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ড। তবে জার্মান পার্লামেন্টে প্রস্তাবটি আইনে পরিণত হওয়ার মতো সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে ব্যর্থ হয়। ফলে প্রস্তাবটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়।
প্রস্তাবটি পার্লামেন্টে আনার পর জার্মানিজুড়ে বিক্ষোভ শুরু হয়। জার্মানির উত্তরের শহর কিল থেকে দক্ষিণের ফ্রাইবুর্গ পর্যন্ত অনুষ্ঠিত এসব বিক্ষোভে হাজারো মানুষ অংশ নেন। বিক্ষোভকারীর এই ধরনের পরিকল্পনার নিন্দা জানান। অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ডের বিরুদ্ধে ক্ষোভ দেখান।
অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ড দলটি কট্টর অভিবাসীবিরোধী হিসেবে পরিচিত। দলটি ইতিমধ্যে নব্যনাৎসি হিসেবে পরিচিতি পেয়েছে। গত সপ্তাহে জার্মানির সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল তাঁর দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন কর্তৃক পার্লামেন্টে এই ধরনের প্রস্তাব আনার তীব্র সমালোচনা করেন।
অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ডের মতো দলের সহায়তা নিয়ে এই ধরনের প্রস্তাব পাসের চেষ্টার জন্য ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের বর্তমান নেতা ফ্রিডরিখ মের্জের কঠোর সমালোচনা করেন আঙ্গেলা ম্যার্কেল।
আগামী নির্বাচনে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের চ্যান্সেলর প্রার্থী ফ্রিডরিখ মের্জ। তিনি ভবিষ্যতে জার্মান চ্যান্সেলর হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আসন্ন নির্বাচন নিয়ে করা জরিপে দেখা গেছে, ভোটে সবার ওপরে থাকবে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন। দ্বিতীয় স্থানে থাকতে পারে অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ড।