আজ শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র বনাম চীন-কানাডা-মেক্সিকো : শুল্ক আরোপের খেলা শুরু

admin
প্রকাশিত মার্চ ৫, ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র বনাম চীন-কানাডা-মেক্সিকো : শুল্ক আরোপের খেলা শুরু

Sharing is caring!

ডেস্ক রিপোর্ট : একদিকে কানাডা, মেক্সিকো ও চীন, অন্যদিকে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি শুল্ক আরোপের খেলা শুরু হয়ে গেছে। ট্রাম্পের এবারের বাণিজ্য যুদ্ধের শুরুয়াত হয়তো এটিই। মেক্সিকো ও কানাডা থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ আর চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ শুরু হয়েছে। মঙ্গলবার এ শুল্ক কার্যকর হয়।

গত ফেব্রুয়ারিতে চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর করা হয়েছে। ফলে এখন চীনা পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়িয়েছে ২০ শতাংশ। এদিকে মার্কিন পণ্যের ওপর মঙ্গলবার থেকে পাল্টা ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি কানাডিয়ান পণ্যের উপর প্রস্তাবিত শুল্ক আরোপ করেন, তাহলে মঙ্গলবার থেকে কানাডা ১৫৫ বিলিয়ন কানাডিয়ান ডলার (১০৭ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপিত হবে।

এদিকে চীনও মার্কিন আমদানি পণ্যের ওপর ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার বেইজিংয়ের দেওয়া ঘোষণায় বলা হয়, মুরগি, শূকর, সয়াবিন, গরুর মাংসসহ গুরুত্বপূর্ণ মার্কিন পণ্য তাদের শুল্কের তালিকায় রয়েছে। পাশাপাশি, মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসার ক্ষেত্রে নিয়ন্ত্রণের আওতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চীনা বাণিজ্য মন্ত্রণালয় শুল্ক বৃদ্ধির এই ঘোষণা দিয়েছে। এটি আগামী ১০ মার্চ থেকে কার্যকর হবে। তবে ইতোমধ্যে চালান হয়ে যাওয়া পণ্য আগামী ১২ এপ্রিল পর্যন্ত শুল্কের আওতামুক্ত থাকবে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মেক্সিকো পাল্টা শুল্কের মাধ্যমে জবাব দেবে। শেইনবাউম আরও বলেন, তিনি আসছে রোববার মেক্সিকো সিটির কেন্দ্রীয় প্লাজায় একটি পাবলিক ইভেন্টে এ শুল্ক আরোপের ঘোষণা দেবেন।

Sharing is caring!