আজ শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইলন মাস্কের ১৪তম সন্তানের কথা জানালেন শিভন জিলিস

admin
প্রকাশিত মার্চ ২, ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ণ
ইলন মাস্কের ১৪তম সন্তানের কথা জানালেন শিভন জিলিস

Sharing is caring!

ডেস্ক রিপোর্ট : বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক ১৪তম সন্তানের বাবা হলেন। মাস্কের অনুমোদনের পর ১৪তম সন্তানের কথা জানালেন তার বান্ধবী শিভন জিলিস। এক্স পোস্টে শিভন জানিয়েছেন তাদের পুত্রসন্তান সেলডন লাইকুরগুসের কথা। খবর : দ্য ইন্ডিপেনডেন্টের।

শিভন জিলিস মাস্কের সংস্থা নিউরোলিংকে এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন। এর আগে আরো তিন বার মাস্কের সন্তানের মা হয়েছেন শিভন। ২০২১ সালের নভেম্বরে জিলস প্রথমবার মাস্কের সন্তানের জন্ম দেন। যমজ সন্তান স্ট্রাইডার, আজুরের জন্মের কথা সবাইকে জানিয়েছিলেন তারা। ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি তাদের তৃতীয় সন্তান আর্কাডিয়ার জন্ম হয়। এবার জন্ম নিল যুগলের চতুর্থ সন্তান।

সোশ্যাল মিডিয়া এক্সে শিভন লেখেন, ‘ইলনের সঙ্গে আলোচনা করার পর সুন্দর আর্কেডিয়ার জন্মদিনে আমরা অনুভব করেছি যে আমাদের ছেলে সেলডন লাইকারগাসের কথা সরাসরি শেয়ার করাই ভাল। আমরা ওকে খুবই ভালবাসি।’ তবে এই শিশুর জন্ম কবে হয়েছে, সেটা তিনি জানাননি। তার এই পোস্টে লাভ ইমোজি দিয়েছেন মাস্ক।

এর আগে মাস্কের ১৩তম সন্তানের জন্ম দেওয়ার দাবি করেন রক্ষণশীল প্রভাবশালী অ্যাশলে সেন্ট ক্লেয়ার। তার পরই প্রকাশ্যে এলো জিলিসের এই ঘোষণা। যদিও মাস্ক এখনো প্রকাশ্যে ক্লেয়ারের দাবি স্বীকার করেননি। তবে সেন্ট ক্লেয়ার দাবি করেছেন যে তিনি মাস্কের সঙ্গে ২০২৪ সালের জানুয়ারিতে সেন্ট বার্থসে ভ্রমণের সময় অন্তঃসত্ত্বা হন।

Sharing is caring!